Khoborerchokh logo

পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ফায়ার সার্ভিসের জীবাণুনাশক স্প্রে । 303 0

Khoborerchokh logo

পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ফায়ার সার্ভিসের জীবাণুনাশক স্প্রে ।


শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা)

“করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি, তাই সচেতন হোন, সুস্থ্য¯থাকুন, সুস্থ্য রাখুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে এলাকার হাট-বাজার, রাস্তা, ড্রেন সমূহে ময়লাপূর্ণ স্থানে ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক স্প্রে করণ কার্যক্রম পরিচালনা করেন পৌরসভা কর্তৃপক্ষ। পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানের নেতৃত্বে ৩১ মার্চ মঙ্গলবার সকাল হতে এ কার্যক্রম চলমান রয়েছে। পৌর শহরের জীবাণুনাশক স্প্রে করণ কার্যক্রম পরিচালনাকালে পৌর কমিটির সদস্য আলী রেজা মোস্তফা গোলাপ, প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী পিয়ারী মার্কেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, পৌর প্রকৌশলী সাজ্জাদ হোসেন, পৌর সচিব মুনসুর আলম ও গাইবান্ধা ফায়ার সার্ভিস টিমের সদস্যারা অংশ নেন। এসময় পৌর প্রশাসক আবু বকর প্রধান বাজারে আসা লোকজনকে কাজ সেরে ঘরে ফেরার জন্য বলেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে অধিক সচেতন হওয়ার অনুরোধ জানান ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com